রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া অফিস
বগুড়া সদর আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর বলেছেন, জঙ্গিবাদ, নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকা-ের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। একটি মহল জঙ্গি হামলা, সন্ত্রাসী কর্মকা- করে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করার অপতৎপরতা চালাচ্ছে। যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে তারা দেশ ও জাতির শত্রু। তাই দেশবিরোধী কর্মকা-ে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এ টিএমএসএস আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সেমিনারে তিনি এসব কথা বলেন। টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস পরামর্শক নাজমুল হক। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন, সহকারী পুলিশ সুপার বগুড়া মোঃ মশিউর রহমান, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম জিল্লুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ গফুর, টিএমএসএস স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, কমান্ডার মোঃ আব্দুল মান্নান সরকার, যাহেদুর রহমান যাদু, ডাঃ মোস্তফা আলম নান্নু,বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার, অধ্যক্ষ মোঃ মোফাসের আলী, তৌফিক হাসান ময়না, মোঃ আনিসুর রহমান, প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস, রোস্তম আলী, তরুণ কুমার চক্রবর্তী, চেয়ারম্যান কামরুল হাসান ডালিম, চেয়ারম্যান মোঃ মাফতুন আহম্মেদ, এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী, প্রভাষক মোস্তাকিম হোসাইন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।