Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনে হয় সব দায়দায়িত্ব শেখ হাসিনার

আলোচনা সভায় ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য গণহত্যা দিবস পালন করছি। আন্তর্জাতিক মহলের কাছে গণহত্যার স্বীকৃতি আদায় প্রয়োজন। বছরে একদিন মাত্র একটা মিটিং করে এ দাবি আদায় হবে না। গণহত্যা ও নারী নির্যাতনের জন্য বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আদায় করতে হবে। পাকিস্তানের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। এক লাখ নাগরিক বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে রয়েছে। তিনি বলেন, এসব ব্যাপারে কোন রাজনৈতিক দল কথা বলে না। জাতিসংঘের এজেন্ডা নিয়ে স্বীকৃতি আদায়ে একটা রাজনৈতিক দলও কথা বলে না। মনে হয় সব দায়দায়িত্ব আওয়ামী লীগ ও শেখ হাসিনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ