Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটো ইউক্রেনে প্রবেশ করলে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ৭:৩৩ পিএম

ন্যাটো বাহিনী ইউক্রেনে প্রবেশ করলে পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছুড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো, জি ৭ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে জরুরি শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এ সতর্কবাণী উচ্চারন করা হয়েছিল।

নিউজ সার্ভিস ইস্ট টু ওয়েস্টের একটি প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকটি ক্রেমলিনপন্থী মুখপত্র দাবি করেছে যে, পোল্যান্ড ইউক্রেনে শান্তিরক্ষীদের রাখার জন্য ন্যাটো ম্যান্ডেট চাইছে। রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল ১-এ সামরিক বিশেষজ্ঞ কর্নেল ইউরি নুটভ বলেছেন, ‘যদি ন্যাটোতে কোনো বিবেকবান লোক অবশিষ্ট থাকে তবে তারা ইউক্রেনে শান্তি রক্ষা অভিযানের অনুমোদন দেবে না।’

কারণ হিসাবে তিনি জানান, ‘ন্যাটোর এ ধরণের সম্মিলিত সিদ্ধান্তের অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটি ডি ফ্যাক্টো ঘোষণা। এই যুদ্ধে জয়ী হতে, আমরা পছন্দ করি বা না করি, আমাদের অপারেশন থিয়েটারে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে।’ কর্নেল নুটভ বলেছিলেন যে, এটি ‘শক্তিশালী কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার’কে অন্তর্ভুক্ত করবে যা তিনি বলেছিলেন, ‘মানে সর্বজনীন পারমাণবিক যুদ্ধ’।

রাষ্ট্রীয় মালিকানাধীন রসিয়া ১-এ ৬০ মিনিটের হোস্ট ওলগা স্কাবেয়েভা একইভাবে বলেছিলেন যে, ইউক্রেনে প্রবেশকারী ন্যাটো শান্তিরক্ষীদের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বলা হবে। এবং সামরিক প্রবীণ কর্নেল জেনারেল ভ্লাদিমির শামানভ, ‘চেচনিয়ার কসাই’ হিসাবে পরিচিত, ইউক্রেন এবং পোল্যান্ডের মধ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি চ্যানেল ১ কে বলেন, ‘আমাদের নেতৃত্বের খুব স্পষ্টভাবে বলার সময় এসেছে। আমাদের কালিব্র (ক্রুজ মিসাইল) এর পুরো শক্তি দিয়ে আপনাদের অবিলম্বে আঘাত করা হবে।’ সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ