রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। জানান যায়, শনিবার মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত দল রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িতে ডাকাতরা হামলা চালায়। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এ ঘটনায় সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ, উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, চারটি বলম ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।