Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বাড়ানো সম্ভব : স্পিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১১:১৫ পিএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যগণ ও আইসিডিডিআরবি’র যৌথ প্রচেষ্টায় যক্ষ্মা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সম্ভব। যক্ষ্মা প্রতিরোধে কোন কোন প্রতিষ্ঠান সেবা দিচ্ছে সে বিষয়ে সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা বাড়াতে পারেন। -বাসস

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা ও প্রয়োজনীয় নির্দেশনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যক্ষ্মার প্রভাব অনেকাংশে লাঘব হবে। ইউএসএআইডি ও আইসিডিডিআরবি’র যৌথ উদ্যোগে আজ রাজধানীর সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে ‘ওয়ার্ল্ড টিবি ডে- ইনভেস্ট টু এন্ড টিবি, সেইভ লাইভস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। অনেক দুরারোগ্য ব্যাধি সরকার সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সকলের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে যক্ষ্মাও প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমানে মাতৃমৃত্যু রোধ, শিশুমৃত্যু রোধ, বাল্যবিয়ে রোধ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ইত্যাদি বিষয়ে সংসদ সদস্যগণ প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন। তামাকের ব্যবহার প্রতিরোধে ইতোমধ্যে সংসদ সদস্যগণ কাজ করছেন। সংসদ সদস্যগণ ভবিষ্যতে যক্ষ্মা নিরোধেও ব্যাপকভাবে কাজ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ