Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নিন

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:০১ এএম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয়করণসহ ৮দফা দাবিতে শিক্ষকদের চলমান অবস্থান ধর্মঘটের সাথে ঐক্যমত পোষণ করেছে খেলাফত মজলিস। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহও জাতীয়করণের দাবি ন্যায্য ও যৌক্তিক। রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাসমূহ এখনও মাদরাসা শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত হতে না পারাটা খুবই দু:খজনক।
প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-ছাত্রদের মাঝে বৈষম্যের অবসান ঘটাতে হবে। স্বাধীনতার অর্ধশতাব্দীকাল পরও এধরণের বৈষম্য মেনে নেয়া যায় না। তাই শিক্ষকদের ৮দফা দাবি মেনে নিয়ে যুগ যুগ ধরে চলা বৈষম্যের অবসান ঘটাতে সরকারকে অবশ্যই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ