মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাঙ্গেরিতে দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারসহ ধরা পড়েছেন ইউক্রেনের সাবেক সাংসদ কোতভিস্কি'র স্ত্রী। তার সঙ্গে থাকা ছয়টি স্যুটকেসে আরও ছিল ১৩ লাখ ইউরো। যুদ্ধ-কবলিত নিজ দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী হাঙ্গেরিতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। বেলারুশের গণমাধ্যম নেক্সটা'র এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইউক্রেনীয় সূত্রের বরাতে এ সংবাদ জানানো হয়।
তবে হাঙ্গেরির কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অনুসারেই অর্থের পরিমাণ ঘোষণা করা হয়েছে।
বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে ধারণা প্রকাশ করেন, সাবেক এমপির সহধর্মিনী হয়তো যুদ্ধের কারণে শরণার্থীতে পরিণত হওয়া ইউক্রেনীয় জনতাকে খাদ্য, পানীয়, ওষুধ ও শিশুদের ডায়াপারের মতো মৌলিক সাহায্য দেওয়ার কথা ভেবেই এত অর্থ নিয়ে গিয়েছেন।
সবার প্রতিক্রিয়া অবশ্য এক রকম ছিল না। এমন একজন টুইট করেছেন, "যুদ্ধাঞ্চলে কীভাবে কারো কাছে ২৮ মিলিয়ন ডলার নগদ অর্থ থাকে!
ইউক্রেন যুদ্ধে এখন সবচেয়ে তীব্র সংঘাত চলছে মারিউপোল শহর দখল নিয়ে। রুশ বাহিনী শহরটিতে প্রবেশ করেছে এবং প্রতিরোধ যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। যুদ্ধের তাণ্ডবে প্রায় ধবংসস্তূপে রূপ নেওয়া শহরটি থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজার হাজার ইউক্রেনীয়। রুশ বাহিনী শহরে মিসাইল ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
এখনও শহরটির ৪ লাখ অধিবাসী লড়াইয়ের মাঝে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা বিদ্যুৎ, ঘর উষ্ণ রাখার হিটিং সিস্টেম ও পানি সরবরাহের মতো মৌলিক সেবাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।