মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন যুদ্ধের প্রভাব রুশ নাগরিকদের দৈনন্দিন জীবনেও এসে পড়েছে। রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় ১৪ শতাংশ বেড়ে গেছে বলে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
গত সপ্তাহে চিনির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১৪ শতাংশ বেড়ে গেছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুবলের মান কমে যাওয়ায় রাশিয়ায় বেড়ে গেছে মুদ্রাস্ফীতি।
স্থানীয় মুদ্রার মান এই বছর প্রায় ২২ শতাংশ কমে গেছে। এর ফলে বেড়ে গেছে পণ্য আমদানির খরচ।
এক মাস দীর্ঘ বিরতির পরে বৃহস্পতিবার রাশিয়ান স্টক মার্কেট পুনরায় লেনদেন শুরু সময় মুদ্রাস্ফীতির তথ্য সামনে এসেছে। এদিন স্থানীয় সময় দুপুর নাগাদ মস্কোতে বেঞ্চমার্ক মোএক্স সূচক প্রায় ৫ দশমিক ৬ বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, বাজার চাঙ্গা রাখতে রুশ সরকার বিলিয়ন ডলার মূল্যের রুশ শেয়ার কেনার পরিকল্পনা করছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।