Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২০ এএম


যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মেডেলিন অলব্রাইট ৮৪ বছর বয়সে মারা গেছেন। নাৎসি বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে শিশু বয়সে চেকোসেøাভাকিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ক্লিন্টন সরকারের আমলে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান মেডেলিন অলব্রাইট। পরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। বিবৃতিতে জানানো হয়, মৃত্যুর সময়ে পরিবার ও বন্ধুরা তার পাশে ছিলেন। ২০০১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন মেডেলিন অলব্রাইট। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিতি পাওয়া মেডেলিন অলব্রাইট কসভোয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন। ১৯৩৭ সালে তৎকালীন চেকসেøাভাকিয়ার প্রাগে জন্ম নেওয়া অলব্রাইটের বাবা ছিলেন একজন ক‚টনীতিক। ১৯৩৯ সালে নাৎসিরা চেকসেøাভাকিয়া দখলের পর তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হন। মেডেলিন অলব্রাইট ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় নেন। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ