Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চালু হচ্ছে সাড়ে ১৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২০ এএম

নিউজিল্যান্ড থেকে নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে। টানা ১৭ ঘণ্টারও বেশি সময়ের এ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার নিউজিল্যান্ড। চলতি বছরের সেপ্টেম্বরে এ রুটে ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের ফ্ল্যাগশিপ এয়ারলাইনসটি। খবর এপি। রুটটি অকল্যান্ড থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। এটি হবে বিশ্বের দীর্ঘতম ননস্টপ ফ্লাইটগুলোর মধ্যে একটি। সংস্থাটি জানিয়েছে, সরাসরি নিউইয়র্কে যেতে এরই মধ্যে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। এয়ার নিউজিল্যান্ড জানায়, ২০২০ সালেই এ রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা ছিল। তবে কভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লাইট চালু হবে। কভিডের কারণে দুই বছর ধরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। সংক্রমণ কমে যাওয়ায় সরকার এ মাসের শুরুতে ১ মে থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয়। এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী গ্রেগ ফোরান বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্রের পূর্ব উপক‚লে অনেক মানুষ রয়েছে, যারা এখানে সরাসরি আসতে পছন্দ করবে। ইউক্রেনের যুদ্ধ এবং চীনে কভিডজনিত জিরো কভিড নীতির কারণে ইউরোপ ও এশিয়াকে পর্যটকদের কম পছন্দের গন্তব্যে পরিণত করেছে। আপনি জেএফকে (বিমানবন্দর) থেকে রাত ৯টায় ফ্লাইট ধরবেন এবং স্থানীয় সময় সকাল ৮টায় নিউজিল্যান্ডে অবতরণ করবেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের উত্তরমুখী ফ্লাইটগুলোয় নিউইয়র্ক যেতে সময় লাগবে ১৬ ঘণ্টা। এ ফ্লাইটগুলো বাতাসের কিছুটা সাহায্য পাবে। আর দক্ষিণমুখী ফ্লাইট স্থায়ী হবে সাড়ে ১৭ ঘণ্টা। ননস্টপ ফ্লাইট হওয়ায় দীর্ঘক্ষণ যাত্রীদের সিটে বসে থাকতে হবে। ফলে অসুস্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। আমেরিকান একাডেমিক মেডিকেল সেন্টার মায়ো ক্লিনিক বলেছে, দীর্ঘক্ষণ বসে থাকার ফলে যাত্রীদের ভেইন থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকবে, যা সাধারণত মানুষের পায়ের সঙ্গে সম্পৃক্ত। ১৪ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এ রুটে আসা-যাওয়ার টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার নিউজিল্যান্ড ডলার (১ হাজার ৪০০ ডলার)। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ননস্টপ ফ্লাইট হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনসের সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর। ১৫ হাজার ৩০০ কিলোমিটারের ননস্টপ এ যাত্রা স্থায়ী হয় ১৮ ঘণ্টা ৪০ মিনিট। এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ