Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২১ এএম

কিম জং উনের দেশ উত্তর কোরিয়া আবারো নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এমন দাবি করেছেন। তাদের দাবি, জাপানের জলসীমায় গিয়ে পড়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পর সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটারের বেশি উঁচ্চতায় উঠে থাকতে পারে। এ ছাড়া ১ হাজার ১০০ কিলোমিটারের বেশি দূরে পৌঁছানোর সক্ষমতা রাখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রের ভ‚খÐে আঘাত হানতে পারে বলে মনে করছেন জাপানের কর্মকর্তারা। জানা যায়, উ. কোরিয়া এর আগে ২০১৭ সালে সবশেষ এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। অবশ্য নতুন করে নিষিদ্ধ এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার পক্ষ থেকে পাওয়া যায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, তারা উত্তর কোরিয়া থেকে ছোড়া একটি ‘অপরিচিত প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এটি দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হবে বলে মনে হচ্ছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ