Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমঝোতা, ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন ট্রুডো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২১ এএম

২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকতে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। বিনিয়ময়ে বামপন্থী দল এনডিপির বিভিন্ন দাবির ওপরে পার্লামেন্টে সমর্থন দেবে লিবারেলরা। ট্রুডো বিশ্বাস করেন, এই দুই দলের মধ্যে সমঝোতা কানাডীয়দের জীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে জানানো হয়েছে, এই সমঝোতার তীব্র সমালোচনা করেছে কানাডার ডানপন্থী রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি। তাদের অভিযোগ, এটা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলেছেন, ক্যানাডার মানুষ ট্রুডোর এভাবে ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ২০২৫ সাল পর্যন্ত তার সরকার যথারীতি স্থিতিশীলতার সঙ্গে কাজ করে যেতে পারবে। এর ফলে এই সংকটের সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না। তারা বাজেট পেশ করবে ও তা রূপায়ণ করবে। কানাডার মানুষের জন্য কাজ করবে। ট্রুডো আরও জানান, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। এনডিপি নেতারাও জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তারা আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতাও আর থাকবে না। বিবিসি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ