Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজা খেটে বাড়ি ফিরলেন পার্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২১ এএম

দুর্নীতির দÐ ভোগের পর তিন মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই। প্রায় পাঁচ বছর কারাদÐ ভোগ করে বৃহস্পতিবার নিজ বাড়িতে ফেরেন তিনি। ইম্পিচমেন্টের শিকার হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার এক বছরের মাথায় ২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির দায়ে দÐিত হন ৭০ বছর বয়সী পার্ক জিউন-হাই। দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া প্রথম প্রেসিডেন্ট তিনি। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ডেগুতে নিজ বাড়িতে পৌঁছান পার্ক জিউন-হাই। সেখানে সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে, দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি কিন্তু এখনও বহু স্বপ্ন অর্জন করা যায়নি।’ ‘কিন্তু সেই স্বপ্নগুলো অন্যদের কাজ’, এমন মন্তব্য করে নিজের রাজনীতিতে না ফেরার ইঙ্গিত দেন তিনি। পার্ক জিউন-হাই বলেন, ‘আমি সেইসব প্রতিভাবান মানুষদের সমর্থন অব্যাহত রাখবো যারা আমার নিজের শহর ডেগু এবং দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবে।’ সমবেত সমর্থকদের উদ্দেশে পার্ক জিউন-হাই বলেন, ‘আমার অনেক ত্রæটি আছে এবং আপনাদের হতাশ করেছি, তারপরেও এত মানুষ উষ্ণ অভ্যর্থনা জানাতে আসায় আমি গভীর কৃতজ্ঞ’। ২০১৮ সালে ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতেই দোষী সাব্যস্ত হন পার্ক জিউন-হাই। এসবের বেশিরভাগই ছিল ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংশ্লিষ্ট। আদালতের রায়ে বলা হয় ঘনিষ্ঠ বন্ধ চোই সুন-সিল এর সঙ্গে মিলে তিনি ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাং এবং রিটেইল চেইন লোত্তের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে চাপ দিয়ে চোই পরিচালিত একটি ফাউন্ডেশনে লাখ লাখ ডলার দিতে বাধ্য করেন। এছাড়াও ঘনিষ্ঠ বন্ধুর কাছে প্রেসিডেন্টের গোপনীয় নথি ফাঁস করে দেওয়ায় অভিযুক্ত হন পার্ক জিউন-হাই। দুর্নীতির দায়ে ২২ বছরের কারাদন্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। নববর্ষ উপলক্ষে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা পান তিনি। দুর্বল স্বাস্থ্যের কারণে এই তালিকায় স্থান পান তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ