Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার পর এক্সট্রাকশন-২ সিনেমায় কি থাকছে?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২১ এএম

বহুল আলোচিত হলিউডের সিনেমা এক্সট্রাকশন ঢাকার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। এর বেশ কিছু দৃশ্যের শুটিংও ঢাকায় হয়েছিল। সিনেমাটি সাফল্য লাভের পর এর সিকুয়াল এক্সট্রাকশন-২ নির্মিত হয়েছে। প্রথম পর্বে দেখানো হয়েছিল, একটি বিশেষ মিশনে ঢাকা এসেছিলেন সুপারহিরো থর খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। প্রথম পর্বে ঢাকার কাহিনী উঠে এলেও দ্বিতীয়টিতে একটি দৃশ্য ছাড়া আর কোনো গল্প থাকছে না। তবে গল্পে থাকবে প্রায় একই ধরনের একটি মিশন। গত ১৯ মার্চ সিনেমাটির শুটিং শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই দর্শকের কৌতুহল থাকার কথা সিনেমাটির দ্বিতীয় পর্বে কি থাকছে? সিনেমাটির অন্যতম প্রযোজক নেটফ্লিক্স জানিয়েছে, সিনেমাটির প্রথম পর্বে মিশন শেষে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগঙ্গার পানিতে ক্রিস ডুবে যান। এক্সট্রাকশন ২-এ সেখান থেকে ফেরার গল্প শুরু। ঢাকা থেকে ক্রিস যাবেন জর্জিয়ায়। সেখানকার এক গ্যাংস্টারের কাছ থেকে এক পরিবারকে উদ্ধার করার দায়িত্ব তার কাঁধে। তবে তাদের মুক্ত করেই সিনেমাটির গল্প শেষ হয় না। পৃথিবীর কঠিমতম কারাগার থেকে জিম্মিদের বের করে আনার সেই যুদ্ধে তার হাতে প্রাণ যাবে গ্যাংস্টারের। বিষয়টি সহজভাবে নেয় না তার ছোট ভাই। এরপর সে পিছু নেয় ক্রিসের। পৌঁছে যায় সিডনিতে। নতুন এ সিনেমার জন্য বেশ প্রস্তুতি নিয়েছেন ক্রিস। পরিবর্তন এনেছেন তার শারীরিক অবয়বেও। আগের চেয়ে কম মাসকুলার কিন্তু অনেক ছিপছিপে দেখা যাবে তাকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমার পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। সিনেমার পরিচালক স্যাম হারগ্রেভ। দৃশ্যধারণ হয়েছে চেকোস্লোভাকিয়া ও অস্ট্রেলিয়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকার পর এক্সট্রাকশন-২ সিনেমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ