Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের সমর্থনে রাজধানীতে গণসংযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৭:৩৬ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ ডাকা হরতালের সমর্থনে গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টন, দিলকুশা ও মতিঝিলে গণসংযোগ ও হরতালের প্রচারপত্র বিলি করেন তারা।

গণসংযোগকালে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, সরকার ও সরকারি দলের সব ধরনের উসকানি, হামলা ও আক্রমণ মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের মানুষ বাঁচার প্রয়োজনে রাস্তার নেমে স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করবে। তিনি আরও বলেন, এ হরতাল বাজার দখলকারী মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে, বাজারের নৈরাজ্যের বিরুদ্ধে। এ হরতাল মানুষকে রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে, অতি আবশ্যক খাদ্যপণ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে।

গণসংযোগে অংশ নেন বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সাজ্জাদ জহির চন্দন, মানস নন্দি, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, ডা. জয়দীপ ভট্টাচার্য, বিধান দাস, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ