বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল বুধবার ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন বিডি নিউজের সাংবাদিক এডভোকেট প্রকাশ বিশ্বাস। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশ বিশ্বাস জানান, তিনি কোর্টে যাবার উদ্দেশ্যে গতকাল সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি সাদা মাইক্রোবাসে সাধারণ যাত্রী তোলা হচ্ছিল। তিনিও ওই গাড়িতে ওঠেন। মাইক্রোবাসে যাত্রীবেশে আরো ৫ জন লোক ছিল। মাইক্রোবাসে ওঠার পর যাত্রীবেশি দুর্বৃত্তরা তার চোখ, মুখ, হাত, পা বেঁধে ফেলে। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা দাবি করে। পরে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে এবং তার ব্যবহৃত ২টি মোবাইল রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার পাশে ধাক্কা দিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।