Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাবের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই, জানাল ভারতের কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৬:২৮ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে সরগরম রাজনীতি। কর্ণাটকের সীমা ছাড়িয়ে হিজাব বিতর্কের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ভারতজুড়ে। অনেকেরই দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ হওয়ায় ছাত্রীরা স্কুল-কলেজে আসতে পারছেন না। ফলে পরীক্ষায় বসতে সমস্যা হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হিজাব পরিধানের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই।

কর্ণাটকের স্কুলে হিজাব পরিধানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এক মামলাকারী। কর্ণাটক হাই কোর্টের রায়ের বিপক্ষে মামলাকারীর হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী দেবদত্ত কামাত। তার যুক্তি, মার্চের ২৮ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরীক্ষা শুরু হচ্ছে। এবং হিজাব নিষিদ্ধ হওয়ায় অনেক ছাত্রী স্কুল বা কলেজে আসতে পারছেন না। ফলে তাদের একটি বহুমূল্য শিক্ষাবর্ষ কার্যত নষ্ট হতে চলেছে।

কিন্তু আদালতে এই যুক্তি ধোপে টেকেনি। মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন, “হিজাব বিতর্কের সঙ্গে পরীক্ষার কোনও সম্পর্ক নেই।” শুধু তাই নয়, মামলাকারীর আইনজীবীকে হিজাব নিয়ে অযথা উত্তেজনা না ছড়ানোর পরামর্শও দেন তিনি।

উল্লেখ্য, মার্চের ১৫ তারিখ হিজাব বিতর্কে ঐতিহাসিক রায় দেয় কর্ণাটক হাই কোর্ট। আদালত স্পষ্ট জানায়, ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, তা খারিজ করে দেয় আদালত। তারপরই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়ে।

বলে রাখা ভাল, কর্ণাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার পর থেকেই সে রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। লাগাতার প্রতিবাদের জেরে বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধও রাখতে হয় কর্ণাটক সরকারকে। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন কয়েকজন মুসলিম শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা যাবে না, এই মর্মে একাধিক মামলা করা হয়েছিল। সরব হয় বিরোধী দলগুলিও। কিন্তু ফের একবার বিজেপি সরকারের পক্ষেই রায় দিল শীর্ষ আদালত। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ