Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে নিয়ে চলার ইঙ্গিত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:১১ এএম

কংগ্রেসের সিরিজ ব্যর্থতায় গান্ধী পরিবারের দিকেই আঙুল উঠতে শুরু করেছে। এর প্রেক্ষিতে এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা শুরু করলেন। গত শুক্রবার বিক্ষুব্ধ নেতাদের জি-২৩ গোষ্ঠীর প্রধান মস্তিষ্ক গুলাম নবি আজাদের সঙ্গে সোনিয়া বৈঠক করেন।

গতকাল তিনি ১০, জনপথে জি-২৩-র আরও তিন সদস্য, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, ও বিবেক তঙ্খার সঙ্গে বৈঠক করেন। আগামী কয়েক দিনের মধ্যে সোনিয়া আরও কয়েকজন বিক্ষুব্ধ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন। তিনি বিক্ষুব্ধদের দাবি মেনে সকলকে নিয়ে দল চালানোর ইঙ্গিত দিয়েছেন।

উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর দলের বিক্ষুব্ধ নেতারা গুলাম নবির বাড়িতে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে মূলত দু’টি দাবি উঠে সকলের সঙ্গে আলোচনা করে দলের সিদ্ধান্ত নিতে হবে এবং বিজেপির বিরুদ্ধে লড়তে সমমনস্ক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে হবে।

তবে কংগ্রেসের আসল মাথাব্যথা চলতি বছরের শেষে গুজরাট ও হিমাচল প্রদেশের ভোট। গত মঙ্গলবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে সোনিয়া বৈঠক করেন। আর রাহুল গান্ধী আরেক ভোটমুখী রাজ্য গুজরাটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দুই রাজ্যের নেতারাই কংগ্রেসের ভাল ফলের সম্ভাবনার কথা জানিয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ