Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফকিরেরপুলের প্রশ্নবিদ্ধ হার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৮:৫৩ পিএম | আপডেট : ১০:০৫ পিএম, ২৩ মার্চ, ২০২২

দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয়স্তর খ্যাত বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) প্রশ্নবিদ্ধ হার পেয়েছে শিরোপার লড়াইয়ে থাকা ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব! বুধবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানীর দল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারায় ফকিরেরপুলকে। গোপালগঞ্জের তানিন ৩৭ মিনিটে ও মুজাহিদ ৪০ মিনিটে একটি করে গোল করেন। ঘরোয়া ফুটবলে পাতানো খেলা রোধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যেখানে আপোষহীন, সেখানে ফকিরেরপুল-গোপালগঞ্জ ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। কারণ অপেক্ষাকৃত দুর্বল গোপলগঞ্জের বিপক্ষে প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি শিরোপার লড়াইয়ে থাকা ফকিরেরপুল। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগায়নি তারা। যে কারণে সন্দেহের তীর ফকিরেরপুলের দিকেই। তাই তো ম্যাচ শেষে অনেককেই বলতে শোনা গেছে- গোপালগঞ্জকে পয়েন্ট ছেড়ে দিয়েছে ফকিরেরপুল।

এই হারে সাত ম্যাচে দুই জয়, তিন ড্র ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চমস্থানে ফরিকরেরপুল। অন্যদিকে সমান ম্যাচে এক জয়, চার ড্র ও দুই হারে ৭ পয়েন্ট পেয়ে নবমস্থানে উঠে এসেছে গোপালগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ