Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসি’র ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৮:১৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তিনটি ওয়ার্ডে আজ প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ করা হয়েছে। ডিএসসিসি’র ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের ১৮০ জন মহিলা প্রত্যেকে ১০ হাজার টাকা করে এই অনুদানের অর্থ পেয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ ডেমরার রানীমহল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্যবসায়িক মঞ্জুরির অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় প্রকৃত ঢাকাবাসী নয়, এমনকি ঢাকার ভোটারও নয়, এমন অনেককেই তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। যারা এখানে স্থায়ী বসবাস করেন এবং এলাকার ভোটার শুধু তাদেরকেই প্রকল্পের উপকারভোগী হিসেবে আমরা দেখতে চাই। সেটি নিশ্চিত করতে এই কার্যক্রমে আমরা কাউন্সিলরদেরকে সম্পৃক্ত করেছি।

প্রকল্পের একটি পয়সাও যেন ঢাকার বাইরে যেতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, দেশের বিভিন্ন গ্রামে অথবা ঢাকার বাইরে শহরে বসবাসকারিদের জন্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তারা এই প্রকল্পের মাধ্যমে জীবনমান উন্নয়নে সুবিধা পচ্ছেন। এই একটি প্রকল্পই শুধু ঢাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে। এ জন্য শুধূ ঢাকার ভোটাদের জন্য এই প্রকল্পের অর্থ ব্যয় করা হবে।

এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগের ফুল মার্কেট, বাসাবো বৌদ্ধ মন্দির হতে কালি বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, নন্দীপাড়া-কদমতলা খাল পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ