Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিনের আগুনের দিনে ইতিহাস গড়তে টাইগারদের লক্ষ্য ১৫৫

তাসকিনের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৮:১০ পিএম | আপডেট : ৮:৩৬ পিএম, ২৩ মার্চ, ২০২২

কোটি টাকার আইপিএল খেলতে ডাক এসেছিল। কিন্তু দেশের স্বার্থে সেই সুযোগ লুফে নেননি জাতীয় দলের এই ডান হাতি পেসার। টাকার চেয়ে দেশের প্রতি তাসকিনের যে নিবেদন,দার পুরস্কারও পেয়ে গেলে দেশের অন্যতম সেরা এই পেসার। আজ বুধবার সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিংয়ে আগুন ঝরান তিনি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ একাই ভেঙে চুরমার করে দিয়েন। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট। তাসকিনের গতির ঝড়ে কোণঠাসা হয়ে স্বাগতিক প্রোটিয়ারা ৩৭ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে গেছে। অর্থাৎ সিরিজ জিতে ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ১৫৫ রান।

ওয়ানডে ক্যারিয়ার তার শুরুই হয়েছিল ৫ উইকেট দিয়ে। ২০১৪ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে রাজার মতোই অভিষেক হয়েছিল তার। সেদিন মিরপুরে উইকেটে তার আগুন ঝরা বোলিংয়ে ভারত ১০৫ রানে গুটিয়ে যায়। অবশ্য সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ হেরে যায় ৪৭ রানে।

অভিষেক ওয়ানডে ৮ ওভার বোলিং কের ২৮ রানে ভারতের ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর ৪৭ ওয়ানডেতে ফাইফারের দেখা পাননি তাসকিন। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো টাইগার গতিতারকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সেঞ্চুরিয়ানে আগুন ঝরানো বোলিংয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি, ৯ ওভার বল করে দিয়েছেন ৩৫ রান।

৪৮ ওয়ানডেতে তাসকিনের উইকেট সংখ্যা এখন ৬৭টি। ৪ উইকেট নিয়েছেন তিনবার, ৫ উইকেট দুইবার। টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে এই ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন ১৫৫ রান।

আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে আট বছর পর আবারও ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন এই পেসার। এছাড়া এদিন বল হাতে সাকিব দুটি ও মিরাজ এবং শরিফুল একটি করে উইকেট নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ