Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টি-টোয়েন্টিতে বাহরাইনের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

আইসিসির সব সহযোগী দল টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর বিচিত্র সব রেকর্ড হচ্ছে টি-টোয়েন্টিতে। তার আরেকটি নজির দেখা গেল গতকাল জিসিসি উইমেন্স টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ কাপের ম্যাচে। সউদী আরবের বোলাররা যেন বল ফেলার জায়গাই খুঁজে পেলেন না। বাউন্ডারির বন্যা বইয়ে দিলেন থারাঙ্গা গাজানায়েকে ও দিপিকা রাসাঙ্গিকা। দুজনে গড়লেন রেকর্ড জুটি। বাহারাইন গড়ল দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ¯্রফে ১ উইকেট হারিয়ে বাহরাইন তোলে ৩১৮ রান।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, ছেলেদের ২০ ওভারের ক্রিকেট মিলিয়েও সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। আগের রেকর্ড ছিল উগান্ডার। ২০১৯ সালে মালির বিপক্ষে ২ উইকেট হারিয়ে তারা করেছিল ৩১৪ রান। তিনশ ছোঁয়া সংগ্রহ কেবল এই দুটিই। আর ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ আফগানিস্তানের, ৩ উইকেটে ২৭৩।
টস হেরে ব্যাটিংয়ে নেমে থারাঙ্গার সঙ্গে ৬৩ রানের উদ্বোধনী জুটির পর পঞ্চম ওভারে বিদায় নেন রাসিকা রদ্রিগো (১১ বলে ১৩)। এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৫৫ রানের জুটি গড়েন দিপিকা ও থারাঙ্গা।
৬৬ বলে ৩১ চারে ১৬১ রানে অপরাজিত থাকেন দিপিকা। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। দিপিকা-থারাঙ্গার ২৫৫ রানের জুটি মেয়েদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ, যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি থেকে ¯্রফে ২ রান কম।
পরে ব্যাটিংয়ে নেমে দলটি ৯ উইকেট হারিয়ে করতে পারে কেবল ৪৯ রান। বাহরাইন ম্যাচ জিতে নেয় ২৬৯ রানে। যদিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড নয় এটি। মালিকে ১০ রানে গুটিয়ে দিয়ে ৩০৪ রানের জয় পেয়েছিল উগান্ডা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ