Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশে চ্যাম্পিয়ন ইয়াসিন ও ভিনিকাশেনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০০ এএম

বঙ্গমাতা এস এ গ্রæপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মিশরের ইয়াসিন ইলশাফি। তিনি ভারতের অভিষেক আগারওয়ালকে পরাজিত করেন। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ভিনিকাশেনি। তিনি পরাজিত করেন শ্রীলংকার ফাথমকে। গতকাল ফাইনাল খেলা শেষে চিটাগাং ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান, এস এ গ্রæপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, সহ সভাপতি মির্জা সালমান ইস্পাহানি, এস এ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাদ আরেফিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এস এ গ্রæপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম বলেন, বঙ্গমাতার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট সফল সমাপ্ত করে আমরা আনন্দিত। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইরান, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কুয়েত ও মিশরের খেলোয়াড়দের অংশগ্রহণে ১৮ মার্চ এ টুর্নামেন্ট শুরু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ