Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগাল্যান্ডে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৮:৪৮ পিএম

সাউথ এশিয়ান ক্রসকান্ট্রি চ্যাম্পিয়নশিপের খেলা আগামী শনিবার ভারতের নাগাল্যান্ডে শুরু হবে। এ আসরে খেলতে বাংলাদেশের ১৬ সদস্যের অ্যাথলেটিক্স দল এখন নাগাল্যান্ডে। দলে ১২ জন অ্যাথলেট, দুই কর্মকর্তা এবং একজন করে টিম ম্যানেজার ও কোচ রয়েছেন। ১০ কিলোমিটার (পুরুষ), ১০ কিলোমিটার (নারী), ৮ কিলোমিটার (অনূর্ধ্ব-২০ পুরুষ), ৬ কিলোমিটার (অনূর্ধ্ব-২০ নারী)-এই চারটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। ক্রসকান্ট্রি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সড়কে চলার পাশাপাশি পাহাড়ে ওঠানামা এবং স্বল্প পানিতেও দৌড়াতে হয়।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘ক্রসকান্ট্রি প্রতিযোগিতায় এর আগে বাংলাদেশের এত বেশি সংখ্যক অ্যাথলেট অংশ নেননি। এবার আমাদের প্রতিযোগি বেশি এবং আমরা সাফল্য পেতে আশাবাদিও বেশি।’ প্রতিযোগিতা শেষে ২৮ মার্চ দেশে ফেরার কথা বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ