নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে বুধবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ফিরতি লেগে নেপালের সঙ্গে এটা দ্বিতীয় দেখা শামসুন্নাহারদের। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে নেপালকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন স্বাগতিক ভারত। তিন ম্যাচে তাদের অর্জন ৯ পয়েন্ট। ভারতের বাকি আছে মাত্র একটি ম্যাচ, তাও আবার বাংলাদেশের বিপক্ষে। ওই ম্যাচে ড্র করলেই টুর্নামেন্টে প্রথম শিরোপার স্বাদ পাবে ভারতীয়রা। অন্যদিকে তিন দলের টুর্নামেন্টে নেপালের সঙ্গে জিতে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ নারী দল। শিরোপা ধরে রাখতে আগের আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশকে জিততে হবে শেষ দু’টি ম্যাচ। তাও আবার বড় ব্যবধানে।
২০১৮ সালে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ঢাকার বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ওই আসরের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লাল-সবুজরা। এবার দলসংখ্যা মাত্র তিনটি। তাই ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দলটিই জিতবে চ্যাম্পিয়ন ট্রফি। এদিক দিয়ে এগিয়ে রয়েছে ভারত। তারা প্রথম ম্যাচে নেপালকে ৭-০ ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারানোর পর ফিরতি দেখায় নেপালের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে। দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ ৪-২ ব্যবধানে নেপালকে হারালেও পরের ম্যাচে ভারতের কাছে একমাত্র গোলে হেরেছে। লাল-সবুজদের পরের দু’টি ম্যাচ বুধবার নেপাল এবং আগামী শুক্রবার ভারতের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে শুধু এ দুই ম্যাচ জিতলেই চলবে না, গোল ব্যবধানও বাড়িয়ে নিতে হবে। নেপাল ম্যাচের আগে বাংলাদেশ দলের আশা পরের দুই ম্যাচে তারা জিতবে এবং গোল ব্যবধানও বাড়াবে। মঙ্গলবার বাংলাদেশের অন্যতম খেলোয়াড় সুরমা জান্নাত বলেন, ‘আগের দুই ম্যাচের ভুলক্রুটিগুলো নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। সেগুলো শুধরে নেপালের বিপক্ষে ভালো খেলে বড় ব্যবধানে জিততে চাই। শেষ ম্যাচে ভারতকেও বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখতে চাই। নিজেদের সাফল্যের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।