Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হীরক ভস্মে সারে রক্তের ক্যানসার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০২ এএম

হীরকভস্ম। সাতশো ডিগ্রি সেলসিয়াসে হীরা পুড়িয়ে ভস্ম। তাই দিয়েই কর্কটরোগের (ক্যানসার) নিধন। বহু যুগ ধরে চলে আসা এমন ‘রতœচিকিৎসা’ অবশেষে স্বীকৃতি পেল। সোমবারই এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করার জন্য গ্রহণ করেছে ‘ফ্রন্টিয়ারস ইন ফার্মাকোলজি’ পত্রিকা। এতে উচ্ছ¡সিত হয়েছে আয়ুর্বেদমহল। তাদের পর্যবেক্ষণ, আয়ুর্বেদিক চিকিৎসকরা ক্যানসার চিকিৎসায় বহু বছর ধরে হীরকভস্ম ব্যবহার করছেন। বহু রোগীর নিরাময় করেছেন। কিন্তু গবেষণাগারে বিজ্ঞানের নিয়ম মেনে সেই সত্যিটাকে প্রতিষ্ঠা করা যায়নি। এবার সেই পথেই এগোল একদল চিকিৎসক এবং প্রাণিবিজ্ঞানী সম্মিলিত গবেষণা। গবেষণার নেতৃত্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমিত হীরা। সঙ্গী আরও কয়েকজন। শ্যামবাজারের জে বি রায় আয়ুর্বেদ কলেজের ডা. পুলককান্তি কর ও ডা. প্রশান্তকুমার সরকার। সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের দেবাঞ্জন সরকার ও শঙ্কর ভট্টাচার্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটির পার্থ পি মান্না ও রঞ্জিত সিং। সুমিতের দাবি, ‘মাইস মডেলে’-এ পরীক্ষা করে দারুণ ফল মিলেছে। ৬০ শতাংশ ক্ষেত্রে লিম্ফোমা ক্যানসার বা বøাড ক্যানসার সম্প‚র্ণভাবে সেরে গিয়েছে। বাকি ক্ষেত্রে আয়ুরেখা বেড়েছে। জানা গিয়েছে, যে ইঁদুরগুলির উপর পরীক্ষা-নিরীক্ষা চলেছে সেগুলির গড় আয়ু দুই বছর। রক্তের ক্যানসার আক্রান্ত হওয়ার পর সেগুলির সাকুল্যে ২০ দিন বাঁচার কথা। কিন্তু হীরকভস্মের দৌলতে সম্প‚র্ণ ক্যানসারমুক্ত না হয়েও সেগুলি ৮০ দিন বেঁচে ছিল। আরও একটি বিষয় গবেষণায় উঠে এসেছে। তা হল, ক্যানসারমুক্ত হওয়া ইঁদুরগুলির শরীরে পুনরায় লিম্ফোমা ক্যানসারের জীবাণু প্রবেশ করানো হলেও তা রুখে দিয়েছে ক্যানসারজয়ী ইঁদুর-শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। এই তথ্যই উৎসাহিত করেছে বিজ্ঞানীদের। দ্য কনভারসেশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ