Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের নারী নিরাপত্তা খুঁজে পেয়েছেন গাজায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযানকালে ভিনিশিয়ার কেন্দ্রীয় শহর থেকে একজন ইউক্রেনীয় মহিলা নিরাপত্তার সন্ধানে তার ফিলিস্তিনি স্বামীর সাথে গাজা উপত্যকায় পালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ দম্পতি আড়াই বছর ধরে বিয়ে করেছেন। ভিক্টোরিয়া রজার (২১) বলেন, রাশিয়ার অভিযানের শুরুতেই তার শহর ধ্বংসস্ত‚পে পরিণত হয়। এর ফলে সে তার স্বামী ইব্রাহিম সাইদামের সাথে গাজায় পালিয়ে আসতে বাধ্য হয়। রজার আনাদোলু এজেন্সিকে বলেছেন, ‘আমরা আমাদের বন্ধুবান্ধব এবং পরিবার ছেড়ে চলে এসেছি এবং আমরা তাদের অবস্থান সম্পর্কে কিছুই জানি না’। অবরুদ্ধ ছিটমহলটিতে ইসরাইলি হামলার প্রবণতা জেনে রজার গাজায় তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। তবে, তিনি স্বীকার করেন যে, ফিলিস্তিনি ভ‚খÐ এখন ইউক্রেনের চেয়ে নিরাপদ। ‘আমার স্বামী গাজা উপত্যকার একজন ফিলিস্তিনি। রাশিয়ান অভিযানের কারণে আমার স্বামী যে গাজা থেকে এসেছেন সেখানে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না’, তিনি বলেন। তার দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ‘একটু কঠিন’ হলেও ফার্মেসির চতুর্থ বর্ষের ছাত্রী রজার বলেন যে, তিনি তার স্বামীর পরিবারের মধ্যে থাকতে ‘একরকম স্বস্তি’ অনুভব করেন। তিনি তার নতুন আবাসের আশেপাশের বাসিন্দাদের ‘উষ্ণ অভ্যর্থনা’র জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন, গাজা এবং ইউক্রেনের উভয় মানুষই সুখী এবং নিরাপদ জীবনযাপন করবে। আনাদোলু এজেন্সি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ