Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিঙ্গ-পরিচয় সমস্যায় রূপান্তরিত নারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০২ এএম

যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচতে ইউক্রেন ছাড়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন শত শত রূপান্তরিত নারী। পাসপোর্টে এখনও আগের নাম ও লিঙ্গ-পরিচয় উল্লেখ থাকায় সীমান্ত থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের দাতব্য সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রূপান্তরিত ব্যক্তিদের পাসপোর্টে পরিবর্তিত নাম ও লিঙ্গ পরিচয় যুক্ত করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এর মধ্যে বেশ কয়েকটি মানসিক মূল্যায়নের বিষয়ও রয়েছে। ফলে দেশটির অনেক রূপান্তরিত ব্যক্তিরা এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাননি। ইউক্রেনের বর্তমান নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষেরা দেশ ছাড়তে পারবেন না। তাই, যাদের পাসপোর্টের লিঙ্গ-পরিচয়ে ‘পুরুষ’ উল্লেখ রয়েছে, তাঁদের সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনের প্রধান ট্রান্সজেন্ডার চ্যারিটিগুলোর ধারণা অনুযায়ী, শত শত রূপান্তরিত নারী ইউক্রেন ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু, এখন পর্যন্ত ৯০ শতাংশই দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন। এদিকে, রুশ হামলার জেরে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ৩৩ লাখের বেশি বাসিন্দা ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণভাবে প্রায় ৬৫ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শনিবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ