মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তদন্তের নির্দেশ
বিমান ভেঙে পড়ার ঘটনায় মর্মাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কীভাবে ঘটল দুর্ঘটনা, তা জানতে তদন্তের নির্দেশ দিলেন তিনি। কীভাবে আচমকা ভেঙে পড়ল সুরক্ষিত বোয়িং ৭৩৭ বিমান, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে এদিনের দুর্ঘটনাগ্রস্তদের প্রতি চায়না ইস্টার্ন বিমান সংস্থার ওয়েবসাইট সাদা-কালো করে দেওয়া হয়েছে। বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংকে ঘিরেও উঠছিল প্রশ্ন। এ প্রসঙ্গে বোয়িং সংস্থা জানিয়েছে, এক্ষেত্রে নতুন জেনারেশন বোয়িং ম্যাক্স জেট ব্যবহার করা হয়নি। সিআরআই।
মাত্র চারদিনে
আয়ের পথ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বড় ভরসা মদের ওপর আবগারি শুল্ক। এবার সেই শুল্কের পরিমাণ দারুণ চমক সৃষ্টি করেছে। দোল পূর্ণিমার আগে-পরে মাত্র চার দিনে রাজ্যে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মদ বিক্রিতে যা রেকর্ড। মাত্র ৪ দিনে এর আগে এত টাকার মদ কখনো বিক্রি হয়নি পশ্চিমবঙ্গে। গত ১৭ থেকে ২০ মার্চ পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকা, অর্থাৎ গড়ে প্রতিদিন ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সর্বোচ্চ বিক্রি হয়েছে ১৭ মার্চ। সেদিন ৭০ কোটির বেশি টাকার মদ বিক্রি হয়েছে। এবিপি।
পিছু হটছে না
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ পিছু হটছে না। এতে করে অচলাবস্থা সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রুশ পদাতিক বাহিনী স্থবির হয়ে পড়েছে এবং রাশিয়ার বিমানবাহিনী এখনও ইউক্রেনের আকাশে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি। সোমবার ন্যাটো সদর দফতরে এসব কথা বলেন জোটের একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা। ন্যাটো কর্মকর্তা বলেন, ইতোমধ্যে যদি অচলাবস্থা সৃষ্টি হয়ে না থাকে তাহলে পরিস্থিতি দ্রæতই সেদিকে এগোচ্ছে। রাশিয়া যদি ভুল না করত তাহলে এই অবস্থায় পড়ত না। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধে অচলাবস্থা সৃষ্টি হলে তা হবে বিপজ্জনক। রয়টার্স।
নিষিদ্ধ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। অনতিবিলম্বে রাশিয়ায় ফেসবুকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। গার্ডিয়ান।
কাড়াকাড়ি
ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ২৭তম দিনে। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ভোগ্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি মজুত করতে সুপারমার্কেটগুলোতে রাশিয়ানদের উপচেপড়া ভিড়। ক্রেতাদের পণ্য নিয়ে হইচই নিয়ে স¤প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপার শপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি। জানা গেছে, ২০১৫ সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কারণে চিনির দাম এবার আকাশছোঁয়া রাশিয়ায়। বাড়তি চিনি মজুত করছেন কেউ কেউ। এনডিটিভি।
দোষী সাব্যস্ত
রাশিয়ার একটি আদালত প্রতারণা মামলায় রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে দোষী সাব্যস্ত করেছে। খবরে বলা হয়েছে, বুধবার রাশিয়ার আদালত নাভালনিকে বড় ধরনের প্রতারণায় দোষী সাব্যস্ত করেছে। রাশিয়ার প্রসিকিউটররা আদালত অবমাননা এবং প্রতারণার দায়ে তার ১৩ বছরের শাস্তি চাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি বর্তমান প্যারোল আদেশ লংঘনের দায়ে আড়াই বছরের সাজা ভোগ করছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।