Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের টিকিট বুকিং করেছিল বিসিবি, ত্যাগ স্বীকার তৃতীয় ওয়ানডে খেলবে- পাপন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৮:০৫ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরের আগেই ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর নিজের সিদ্ধান্ত পাল্টে সফরে যাওয়া তিনি। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পর তার মা, ছেলে মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বিসিবি সাকিবের দেশে ফেরার জন্য টিকিটও বুকিং করেছিল। কিন্তু সাকিব দেশ ও দলের জন্য ত্যাগ স্বীকার করে তৃতীয় ওয়ারনডে খেলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।


মঙ্গলবার হঠাৎ করেই মিরপুরে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের বিষয়ে বলেন,‘বেসিক্যালি সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরেই বলেছিল যে ওর পরিবারের সবাই অসুস্থ। আমি তাকে বলেছি যে ও আসতে পারে। পরিবার খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে চলে আসতে পারে।’

এছাড়া পাপন বলেন,‘তখন ও বলেছিল যে দ্বিতীয় ওয়ানডেটা খেলে আসবে। দ্বিতীয় ওয়ানডের পর আবার বললো সে আসছে। তারপর ওর টিকিটটাও বুকড হয়ে গিয়েছিল। তারপর আবার কালকে ফোন করে বললো না আমি তৃতীয় ওয়ানডেটা খেলে আসি।’

বিসিবির পক্ষ থেকে দেশে ফেরার জন্য সাকিব অনুমতি দেয়া আছে বলেও জানান পাপন। তিনি বলেন,‘আমাদের তরফ থেকে ওকে সবুজ সংকেত দেয়া আছে। যেহেুত পরিবারের বিষয় সে যেকোনো সময় আসতে পারে। ও যে খেলছে অবশ্যই এটা আমাদের জন্য বড় ব্যাপার এবং ও ত্যাগ করছে এটাতে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য,দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডে সাকিব অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৩৮ রানে জয় পায়। তবে দ্বিতীয় ম্যাচেই স্বাগতিকদের সাথে হেরেছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনাল। জিতলেই সিরিজ নিশ্চিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ত্যাগ স্বীকার করে খেলছেন সাকিব আল হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ