Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বিশ্বে ধর্মীয় ব্যক্তিত্বদের গুরুত্ব দিন দিন বাড়ছে : এ এম এম বাহাউদ্দীন

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৭:২৬ পিএম | আপডেট : ৯:৪১ পিএম, ২২ মার্চ, ২০২২

শুধু সনদ পাওয়ার জন্য নয়, দেশের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চা ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলার উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেছেন, শিক্ষা শুধু সনদ পাওয়ার জন্য নয়, শিক্ষার্থীদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সারা দেশ থেকে আগত জমিয়তের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সপ্তাহে অন্তত একদিন ক্লাসে শিক্ষার্থীদের ইসলামি দিক নির্দেশনা দিন। এতে তারা আরও জ্ঞানার্জন করে মেধাবী হবে। মঙ্গলবার রাজধানীর মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সভায় তিনি এ আহবান জানান।

এ এম এম বাহাউদ্দীন বলেন, তথ্য প্রযুক্তির যত উন্নতি হচ্ছে ততই সারা বিশ্বে ধর্মীয় ব্যক্তিত্বদের (আলেম-ওলামা) গুরুত্ব বাড়ছে। আলেমরা কোথাও পিছিয়ে নেই। এদেশের মানুষের কাছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এখন সবচেয়ে গ্রহণযোগ্য সংগঠন। জমিয়াতুল মোদার্রেছীন ওলি আউলিয়া ও ওলামা কেরামগণের সংগঠন। আগামীতে এ সংগঠন আরও মজবুত হবে। এখন সোশাল মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছুই খুবই সহজে জানতে পারে। ইয়াজুজ মাজুজ কারা কোথায়? যেখানে যুদ্ধ হচ্ছে সেই ককেসাস অঞ্চলে তাদের অবস্থান। ইউক্রেন-রাশিয়া যুদ্ধস্থলে এবং আশপাশে বসবাসকারীদের মধ্যে মুসলমানদের আধিক্যই বেশি। বিশ্বের বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে। প্রযুক্তির বদৌলতে তথ্যের এখন অবাধ প্রবাহ। সবার হাতে হাতে এখন মোবাইল ফোন। শিক্ষার্থীরা মোবাইলে গুগলে গেলেই এসব তথ্য জানতে পারবে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জানতে পারবে। শিক্ষার্থীদের এসব জানতে এবং জানার প্রতি আগ্রহী করে তুলতে মাদরাসার শিক্ষক-আলেম-ওলামাদের ভূমিকা রাখতে হবে।

জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সরকারি চাকরি অস্থায়ী পদ। চাকরির সুবাধে ক্ষমতা পেয়ে ধরাকে স্বরাজ্ঞান করে অশ্লীলতায় ভেসে বেড়াচ্ছেন। কেউ কোন অশ্লীল কাজ করে ছাড় পাবেন না। তাদের কথা ভাবলে হবে না। আলেম-ওলামাদের মর্যাদা, তাদের জন্য জমিয়াতুল মোদার্রেছীনের পদ ও মর্যাদা হলো স্থায়ী। সব সময় সবার কাছে জমিয়াতুল মোদার্রেছীনের নেতারা সম্মাানিত ব্যক্তি। সমাজের সব স্তরের মানুষ আলেমদের শ্রদ্ধা করেন। বিপদে পড়লে আলেমদের কাছে ছুটে আসেন। আমাদের নেতাদের এই মর্যাদা ও সম্মানের কোন পরিবর্তন হয় না। তিনি বলেন, আমরা সকলে দাবি-দাওয়া নিয়ে কথা বলছি; কিন্তু করোনা মহামারিতে দেশের মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন পুরো সমাজ দূষিত হয়ে গেছে। আমাদের নিজেদের অস্তিত্বের বিষয়ে চিন্তা করতে হবে। উপমহাদেশের প্রখ্যাত আলেম মরহুম মাওলানা এম এ মান্নানের দেখানো পথ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ তুলে এ এম এম বাহাউদ্দীন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ওই অঞ্চলের মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সউদী আরব ও সংযুক্ত আবর আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। কিন্তু কেউই বাইডেনের ফোন ধরেননি। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া একদিন মুসলমানদের নেতৃত্বে আসবে। এদিকে চীনেও ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়ছে। মুসলমানরাই একদিন পৃথিবী শাসন করবে। অথচ আমাদের দেশের ইসলামী শিক্ষার বিস্তার ব্যাহত করার চেষ্টা করছে একটা গোষ্ঠী। মাদরাসা শিক্ষার বিরুদ্ধে অমর্যাদাকর কথাবার্তা প্রচার করছে। আমাদের সকলকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার বিশ্বাস ওরা হাজারো অপচেস্টা করেছে আলেম এবং মাদরাসা শিক্ষার ক্ষতি করতে পারবে না।

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীন সারা দেশের আলেম ওলামাগণের সমন্বয়ে পরিচালিত হয়। সংগঠনের মাধ্যমে আমরা দেশের শিক্ষক-শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করি। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্ঠার মাধ্যমেই ইসলামি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহসভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান বলেন, আল্লাহর ওলি ও পীর মাশায়েখদের সংগঠন হলো বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। আলেম ওলামাদের সম্পর্ক আছে এই সংগঠনের সাথে। এই সংগঠনের ক্ষতি কেউ করতে পারবে না। বরং অতীতে যারা ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরই ক্ষতি হয়। তিনি বলেন, আমাদের সন্তানেদের মাঝে ইসলামি চেতনা জাগিয়ে তুলতে হবে। সম্মানবোধ, আত্মশক্তি জাগ্রত করতে হবে।

নির্বাহী কমিটির সভায় আলোচ্যসূচি পাঠ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। সভার শুরুতেই সারা দেশ থেকে আসা জমিয়তের নেতৃবৃন্দ নিজ নিজ পরিচয় প্রদানের মাধ্যমে পরিচয় পর্ব সম্পন্ন করেন। এছাড়া বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি ড. মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহী, সহসভাপতি প্রিন্সিপাল ড. মাওলানা সৈয়দ মুহা. শরাফত আলী, সহসভাপতি ভাইস প্রিন্সিপাল (অব.) মাওলানা নূরুল ইসলাম, সহসভাপতি পীরজাদা শাহ নেছার উদ্দীন, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল ড. এ কে এম মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দিক, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা হাদিউজ্জামান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মোকাদ্দাসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা হাছান মাসুদ, সহকারি মহাসচিব প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, সহকারি মহাসচিব ভাইস প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রিন্সিপাল হোসাইন আহমদ ভুইয়া, পাঠ্যক্রম পাঠ্যসূচি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মো. ইসমাইল, সহকারী প্রচার সম্পাদক সুপার মাওলানা মো. জসিম উদ্দিন নূরী প্রমুখ।



 

Show all comments
  • Jakir Hossain ২২ মার্চ, ২০২২, ৮:২১ পিএম says : 0
    ইসলাম ও মাদ্রাসা শিক্ষার ঝান্ডা নিয়ে আপনারা এগিয়ে চলুন। এদের ধর্মপ্রাণ মুসলমানরা ইসলাম ও মাদ্রাসা শিক্ষার সাথে সব সময়ই থাকবে।
    Total Reply(0) Reply
  • মনির হোসেন ২২ মার্চ, ২০২২, ৮:২১ পিএম says : 0
    দেশে ইসলাম ও মাদরাসা শিক্ষার প্রসারে মাদরাসা শিক্ষকদের সর্ববৃহৎ ও একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এবং দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন সাহেবের ভুমিকা সত্যি প্রশংসার দাবিদার।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ২২ মার্চ, ২০২২, ৮:০৪ পিএম says : 0
    ইসলাম ও মুসলমানদের জন্যে ইনকিলাব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের মুসলমান ও তৌহিদী জনতার প্রিয় পত্রিকা ইনকিলাব। এই ইনকিলাবের প্রতিষ্টাতা দীন ইসলামের অত্যন্ত মর্যাদাবান সম্মানিত আলেম হযরত মৌলানা এম এ মান্নান সাহেব কে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। তিনি ইসলামের জাগরণের পবিত্র দায়িত্ব নিয়েছিলেন আজ দেশে মুসলমানদের ধর্মীয় ব‍্যাক্তিদের গুরুত্ব পাচ্ছেন। শ্রদ্ধেয় ইনকিলাব সম্পাদক মহোদয় কে আল্লাহ্ ইসলাম আর মুসলমানদের পক্ষে কাজ করার আরো তৌফিক দেওয়ার জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। ইনকিলাবের সকল আলেমেদ্বীনদের গভীর শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। পত্রিকার সকল সাংবাদিক কলা কৌশলীদের শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। আল্লাহ আপনাদের সকল শারীরিক সুস্বাস্থের মাঝে রাখেন। আমিন।
    Total Reply(0) Reply
  • মনির হোসেন ২২ মার্চ, ২০২২, ৮:১৮ পিএম says : 0
    হে আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলিমদের সাহায্য করো, বিজয় দান করো।
    Total Reply(0) Reply
  • হেদায়েতুর রহমান ২২ মার্চ, ২০২২, ৮:০৯ পিএম says : 0
    বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আপনার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও ভূমিকা রাখবে সেটা প্রত্যাশা করছি। পাশাপাশি আপনাদের সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply
  • শাহে আলম ২২ মার্চ, ২০২২, ৮:১০ পিএম says : 0
    দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ হজরত মাওলানা এম. এ. মান্নান (রহঃ) যেভাবে এ দেশের ইসলাম, মুসলমান ও মাদ্রাসা শিক্ষার জন্য কাজ করে গেছেন ঠিক একইভাবে তার সুযোগ্য সন্তান এ এম এম বাহাউদ্দীন সাহেবেও কাজ করছেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, এই পরিবার ও তাদের সকল কর্মকাণ্ডের প্রতি তিনি যেন রহমত ও বরকত দান করেন।
    Total Reply(0) Reply
  • লোকমান ২২ মার্চ, ২০২২, ৮:১১ পিএম says : 0
    আগামীর বাংলাদেশ তথা পুরো বিশ্ব ধর্মীয় ব্যক্তিত্বরা নেতৃত্ব দিবে ইনশা আল্লাহ
    Total Reply(0) Reply
  • মমতাজ আহমেদ ২২ মার্চ, ২০২২, ৮:১২ পিএম says : 0
    আলেমরা ঐক্যবদ্ধ হলে তাদের গুরুত্ব আরও অনেকগুন বেড়ে যাবে
    Total Reply(0) Reply
  • মাহফুজ আহমেদ ২২ মার্চ, ২০২২, ৮:১৬ পিএম says : 0
    শ্রদ্ধেয় সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন অত্যন্ত মূল্যবান ও বাস্তবসম্মত কথা বলেছেন।
    Total Reply(0) Reply
  • খালেদ মোশারফ ২২ মার্চ, ২০২২, ৮:১৬ পিএম says : 0
    ওলামা-মাশায়েখ আলোকিত মানুষ তৈরি করায় সমাজ-দেশ এগোচ্ছে
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ২২ মার্চ, ২০২২, ৮:১৭ পিএম says : 0
    অনেক আশা জাগানির কথা। দোয়া করি মুসলিমরা আবার বিশ্বের নেতৃত্ব ফিরে পাক।
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ২২ মার্চ, ২০২২, ৮:২৩ পিএম says : 0
    কোরআন ও হাদিসের আলোকে মাদরাসাগুলোর ক্লাসেই সু-শিক্ষা দেয়া হয়। সুশিক্ষা ছাড়া সমাজে ভাল মানুষ তৈরি হয় না। বর্তমান সরকারের সময় দেশের যে উন্নয়ন হচ্ছে তা ধরে রাখতে সমাজে-নের্তৃত্বে সুশিক্ষিত-ভালো মানুষের প্রয়োজনীয়তা অপরিহার্য।
    Total Reply(0) Reply
  • Karim ২৪ মার্চ, ২০২২, ৯:০৮ এএম says : 0
    ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন সাহেবের কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বর্তমান সময় উপযোগী আলেমদের উচিত এইসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ