Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের ক্যামেরার সামনে পাকিস্তান তরুণীর আবদার বাবর আজমকে বলে দাও, আমি ওকে বিয়ে করব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৭:২২ পিএম

ক্যাপ্টেন বাবর আজমের রেকর্ড গড়া ম্যারাথনতুল্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্ট ড্র করেছে পাকিস্তান। তিনি ৬০৩ মিনিট উইকেটে থেকে ১৯৬ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দেন। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি।

বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভক্ত-সমর্থকেরা দারুণ উচ্ছ্বসিত। ভক্তদের বাঁধভাঙা উল্লাসে চিত্র ফুটে উঠলো। এক নারী ভক্ত সরাসরি বাবরকে বিয়ে করতে প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন।

ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, ‘আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাকে পৌঁছে দাও।’

সাংবাদিক তখন তরুণীকে বলেন, ‘ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান।’ তরুণীর জবাব, ‘আমি ওকে বিয়ে করতে চাই।’

এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। তখন ক্যামারার পাশে থাকা সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, ‘মুশকিল, খুব মুশকিল।’

তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে! তা হয়তো জানেন না এই ভক্ত। এ বছরই কোনো এক সময় দাম্পত্য জীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তাঁরই চাচাতো বোন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ