মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ভারতের সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কারহাল আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিনি। আর সেই কারণেই এবার সাংসদ পদ ছাড়লেন।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতিকের এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, তবে কি এই মুহূর্তে কেন্দ্রের রাজনীতি থেকে কয়েক কদম সরে এসে, স্থানীয় স্তরে লড়াই করতে চাইছেন মুলায়ম পুত্র? অখিলেশ যাদবের এই সিদ্ধান্তের জেরে উত্তরপ্রদেশের পার্লামেন্টে সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে আর চারজন ছিলেন। কিন্তু, সপা নেতা আজম খানও সাংসদ পদ ছেড়েছেন। ফলত এই মুহূর্তে তিনজন টিকে রইলেন সপার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মুহূর্তে যোগীর মুখোমুখি দাঁড়িয়ে তাকে টক্কর দিতে চাইছেন অখিলেশ। আর সেই কারণেই নিজের বিপুল ভোট ব্যাঙ্ককে বাজি রেখে তৃণমূল স্তর থেকে সংগঠন করতে চাইছেন তিনি। এর আগে আজমগড় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন অখিলেশ। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশে মোট পাঁচটি আসন পায় সপা।
কিন্তু, এ বছর যোগী আদিত্যনাথ বিধায়ক পদপ্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পর, অখিলেশও কারহাল কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। যাদব পরিবারের শক্ত ঘাঁটি কারহাল। ফলত ওই কেন্দ্র থেকে যে অখিলেশ জিতবেন, তা আগেই আঁচ করেছিল তার দল। গোটা উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় উঠলেও, মেইনপুরীর কারহাল কেন্দ্র থেকে জিতেছেন অখিলেশ। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।