Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো খেলতে থাক আরও সুযোগ আসবে-মাশরাফি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৬:৫৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি মেনে আইপিএল খেলতে যাচ্ছেন না তাসকিন আহমেদ। আইপিএল দল লখনউ সুপারজায়ান্টের হয়ে খেলছেন না তাসকিন আহমেদ। ফলে দক্ষিণ আফ্রিকায় টাইগারদের চলমান সফরের পুরো সময়টাতে তাকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

তাসকিনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে একটি পোস্টে তাসকিনের আইপিএলে না যাওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি লিখেছেন,‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তা পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যা-ই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।’

ইংলিশ পেসার মার্ক উড চোট পড়ায় বদলি হিসেবে তাসকিনকে পছন্দ করেছিল লখনউ। কিন্তু আইপিএল চলাকালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশের। এ বিষয়ে মাশরাফি লিখেছেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। তিন বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো। আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও। কারণ, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে, যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে, কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।’

উল্লেখ্য’ আগামী ২৬ মার্চ থেকে মুম্বাই ও পুনেতে শুরু হবে এবারের আইপিএলের ১৫তম আসর। প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে ২৯ মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ