Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাজহাবের আদর্শ ধারণকারীরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী-অধক্ষ্য মাওলানা কমর উদ্দিন চৌধুরী, ফুলতলী

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৬:৪৯ পিএম, ২৯ মার্চ, ২০১৮

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ওলিয়ে কামেল আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহ:)-এর সুযোগ্য সাহেবজাদা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও সিলেট শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, সকল ভ্রান্ত মতবাদ পরিহার করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস সমাজে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, চার মাজহাবের মতাদর্শী ও অনুসরণকারীই প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সে কারণে আহলে হাদিসের অনুসরণ করা যাবে না। তাদের আকিদা বিশ্বাস ভ্রান্ত ও পথভ্রষ্ট সকল হাদিসের ওপর রাসূলুল্লাহ (সা:) আমল করার কথা বলেননি। তিনি সুন্নাতের ওপর আমল করার নির্দেশ করেছেন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।
তিনি গত ৮ নভেম্বর মাধবপুর উপজেলাধীন উত্তর নোয়াপাড়া হযরত শাহজালাল (রহ:) ইসলামীয়া যুব সংঘের ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আলহাজ মো: সফিক উদ্দিন ফালান সর্দারের সভাপতিত্বে সংগঠনের সভাপতি কে এম আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতি কাফিলুদ্দিন সরকার সালেহী বলেন, শরিয়তের দলিল চারটিÑ কোরআন, হাদিস, ইজমা ও কিয়াছের ভিত্তিতেই মুসলমানদের চলতে হবে। এতে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন ছালেহাবাদ মাদ্রাসার সুপার মাও: সৈয়দ ওবায়দুর রহমান আবুল কামাল, মাও: বদরুজ্জামান, মুফতি সেফাউল করিম সালেহী, মাও: আলাউদ্দিন আহমেদ আলকাদরী, হাফেজ আব্দুল আউয়াল, মাও: হাবিবুর রহমান তৌহিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ