Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বন্দী বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৫:০৭ পিএম

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো বন্দী বিনিময় করেছে দেশ দুটি। প্রথম ধাপে রুশ সামরিক বাহিনীর ৯ সদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২ মার্চ) রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা জানান, সম্প্রতি ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে আটক করে রুশ বাহিনী। তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেয় ইউক্রেনের সেনারা।
তাটিয়ানা মোশকালকোভা বলেন, “ইউক্রেনের সঙ্গে প্রথমবারের মতো বন্দী বিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি।”
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দফায় দফায় দুই পক্ষ বৈঠক করেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মস্কো ও কিয়েভ। যুদ্ধের প্রায় এক মাসের মাথায় প্রথম বন্দী বিনিময়ের খবর জানাল দুই পক্ষ। সূত্র : তাস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ