নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন পেশাদার বোলার! বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন না ব্যাটে। তবে এবার বল হাতে চমক দেখিয়েছেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। ১০ ওভার বোলিং করে ২৩ রানে শিকার করেছেন ৫ উইকেট। কিন্তু ম্যাচে জাতীয় দলের এক সময়ের তারকা ক্রিকেটার মাত্র ১ রান করে বিদায় নেন।
মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মোহামেডান ৪৯.৪ ওভারে ২০৬ রানে গুটিয়ে যায়। জবাবে আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন ৪৩.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়। ফলে মোহামেডান ছোট স্কোর গড়েও ৫৪ রানে হয় নিয়ে মাঠ ছাড়ে। বল হাতে মোহামেডানের হয়ে শুভাগত হোম চৌধুরী ৮.৩ ওভারে ২৫ রানে একাই তুলে নেন ৫ উইকেটে। এছাড়া নাজমুল অপু নেন দুটি উইকেট।
এর আগে আশরাফুলের ঘূর্ণিতে মোহামেডানকে মাত্র ২০৬ রানে গুটিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়ন।
Reply
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।