Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ্যসভায় আপ প্রার্থী হচ্ছেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ভারতের জাতীয় দলের সাবেক স্পিনার হরভজন সিং আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আর এই খবর পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। পাঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বও তাকে দিতে পারে ভগবন্ত মানের সরকার।
পাঞ্জাব রাজ্যসভার পাঁচটি আসন আগামী মাসেই শূন্য হবে। এই পাঁচ আসনের একটিতে প্রার্থূী হচ্ছেন হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় যুগের কেরিয়ারে ইতি টেনেছেন ৭০০ উইকেটের মালিক হরভজন। অবসর ঘোষণার কিছুদিন আগেই পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে দেখা করেছিলেন।
এরপর গুঞ্জন ছড়ায় সাবেক ভারতীয় স্পিনার কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও তখনই সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন হরভজন। দ্বিতীয় গুঞ্জন তিনি অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিতে চলেছেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল। একটি সূত্রের দাবি, পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও হরভজন পুরনো বন্ধু। পাঞ্জাবে আম আদমি পার্টির বিপুল জয়ের পর সাবেক ক্রিকেটার টুইট করে ভগবন্ত মানকে শুভেচ্ছাও জানিয়েছিলেন।
হরভজন ছাড়াও সংসদের উচ্চ কক্ষে দলের আরও তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি। তারা হলেন দিল্লির পানি বোর্ডের ভাইস চেয়ারম্যান রাঘব চাড্ডা, আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক ও শিক্ষবিদ অশোক কুমার মিত্তল। সূত্র : টাইমস নাউ, ডিএনএ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ