মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলুগু অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ (২৬)। তিনি ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। জানা গেছে, গত শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী।
অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাছিবোলি অঞ্চলে চালকের সিটে বসা রাঠোর নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা ছেড়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। চালকের সিট থেকে তার বন্ধু রাঠোরকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একই দুর্ঘটনায় একজন পথচারীও নিহত হয়েছেন। গাড়িটি ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর উল্টে ওই পথচারীর উপর পড়ে। সেই গাড়ির নীচে চাপা পড়েই তার মৃত্যু হয়।
নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’-এর পাশাপাশি তিনি নানা স্বল্পদৈর্ঘের ছবিতেও অভিনয় করেছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।