Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের গালে জুতার মার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

পুলিশের এক কর্মীকে জুতাপেটা করছেন এক মহিলা। পাল্টা তাকে মারতে লাঠি নিয়ে এগোতেই এক ব্যক্তিকে পুলিশের লাঠি টেনে ধরতে দেখা গেল। পুলিশ যতই লাঠিটা তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছেন, ততই শক্ত করে ধরছেন ওই ব্যক্তি।
দু’জনের মধ্যে যখন এই ধস্তাধস্তি চলছে, তার মধ্যেই মহিলাকে আবার দেখা গেল জুতা দিয়ে পুলিশ কর্মীকে মারতে। এবার পুলিশকর্মী পাল্টা ধাক্কা মেরে মহিলাকে ফেলে দেন। ততক্ষণে আশপাশে অনেক লোকের ভিড় জমে যায়। কিন্তু কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি। সেখানে হাজির ছিলেন এক মহিলা পুলিশকর্মীও। মহিলাকে যখন ওই পুলিশকর্মী ধাক্কা মারলেন তখন তিনি নীরব দর্শকের ভ‚মিকায় দাঁড়িয়েছিলেন।
ওই ব্যক্তিকে এবার গায়ের জোরে হাতের নীচে চেপে ধরেন পুলিশকর্মী। তাকে ছাড়াতে গিয়ে ফের আক্রান্ত হন মহিলা। ফের তিনি পুলিশকর্মীকে জুতা দিয়ে মুখে আঘাত করেন। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর চারবাগ রেলওয়ে স্টেশনের।
জানা গেছে, বচসার সূত্রপাত কাপড়ের বোঁচকা নিয়ে। অভিযোগ, মহিলা এবং তার স্বামীকে মারধর করেন ওই পুলিশকর্মী। এমনকি তাদের সন্তানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেন। হামলার মুখে পড়ে স্বামীকে বাঁচাতে পুলিশকর্মীর উপর জুতা নিয়ে পাল্টা হামলা করেন মহিলা। চারবাগ স্টেশনের এই ভিডিও ভাইরাল হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ