গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় আহত সাকিব (৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির মামাতো ভাই হিমেল সাংবাদিকদের জানান, গত রোববার বিকেলে বাসা থেকে বের হয়ে মানিকদিয়া নাহার ম্যামোরিয়াল স্কুলের পাশে একটি দোকানে গিয়েছিল সে। সেখানেই একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সাকিবের মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল হাসপাতাল। সেখানেই সকালে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, সাকিবের বাবা হারেজ মিয়া। তার পরিবার সবুজবাগ বাইকদিয়া এলাকায় থাকেন।
দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সবে মাত্র স্থানীয় স্কুলে ভর্তি করা হয়েছিল সাকিবকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।