Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রুত নির্বাচনের দাবি রাবি অফিসার সমিতির

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৭:৩০ পিএম

আগামী ৩১ মার্চের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সমিতির সদস্যরা। দীর্ঘদিন টানাপোড়েনের ফলে নির্বাচন না হওয়ার সোমবার (২১ মার্চ) উপাচার্যকে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ২ বছর পরপর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সমিতির কার্যনির্বাহী কমিটির নেতা নির্বাচিত হয়। সমিতির নিয়ম অনুযায়ী গত ৩১ মার্চ ২০২১ তারিখে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে। গত ১১ এপ্রিলে ২০২১ তারিখ অফিসার সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক মহামারী কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

কোভিড-১৯ মহামারীর আক্রান্ত ও মৃত্যু হার কমে আসলে বাংলাদেশ সরকার গত ১১ আগষ্ট ২০২১ তারিখে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস খুলে দেয়ার নির্দেশ দেন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ক্লাসসহ অফিস স্বাভাবিক নিয়মে চলতে থাকে। দ্বিতীয়বার ২০ সেপ্টেম্বর ২০২১ সমিতির তারিখ ঘোষণা করলে উপাচার্যের কথায় নির্বাচন স্থগিত করা হয়।

অবশেষে উপাচার্য নভেম্বরের শেষ সপ্তাহের দিকে শিক্ষক সমিতিসহ ডিন, সিন্ডিকেট নির্বাচনের পর পরই অফিসার সমিতির নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেটাও কার্যকর হয়নি।

এছাড়া সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সমিতির সাধারণ সভার পর বর্তমান কার্যনির্বাহী কমিটি নতুন কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেয়া ছাড়া সমিতির কোন দায়িত্ব পালন করতে পারবেন না। তাই গঠনতন্ত্র অনুযায়ী যতদ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ