Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোজারেলা চিজ তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১১:০১ পিএম

বিভিন্ন খাবারকে আরও বেশি সুস্বাদু করতে মোজারেলা চিজের জুড়ি নেই। বিশেষ করে পিজ্জা, পাস্তা ইত্যাদি তৈরিতে এই চিজ দরকার পড়ে। বাইরে থেকে কিনতে গেলে চিজের জন্য খরচ করতে হয় অনেকটাই। খরচ বাঁচাতে এবং স্বাস্থ্যকর খাবার খেতে বাড়িতেই তৈরি করুন মোজারেলা চিজ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

ফুল ক্রিম দুধ- ১ লিটার
সাদা ভিনেগার- ৪ টেবিল চামচ।

তৈরি করবেন যেভাবে

দুধ চুলায় বসিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। এরপর ভিনেগার নিয়ে অল্প অল্প করে দিতে ও নাড়তে থাকুন। ছানা কাটতে শুরু করলে ২/৩ মিনিট এর জন্য ঢেকে দিন। এতে ছানা ভালো করে জমবে। ছানা ছেঁকে নিন। এরপর ছানা হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে পানি বের করে নিন। এবার একটি পাত্রে গরম পানি নিয়ে ছানার দলাটি সেই পানিতে দশ সেকেন্ডের মতো রেখে পানি চেপে বের করে নিন। ৫ মিনিটের মতো এভাবে করতে থাকুন। এরপর এয়ারটাইট পলিব্যাগে আটকে নরমাল ফ্রিজে রাখুন দুই ঘণ্টার মতো। এবার বের করে নিলেই তৈরি মোজারেলা চিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন