Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে বিদেশি সিরিয়াল

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশীয় চ্যানেলগুলোতে বিদেশি সিরিয়াল প্রচার বন্ধ করার দাবি তুলেছে দেশীয় নির্মাতারা। তাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ইতোমধ্যে এ নিয়ে সরব হয়েছে। তাদের সমর্থন দিচ্ছেন টেলিভিশনের শিল্পী ও অন্যান্য কলাকুশলীরা। বিদেশি সিরিয়ালের বিরুদ্ধে যখন আন্দোলন জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই চ্যানেল আইতে প্রচার শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তুরস্কের একটি সিরিয়াল। ১৮৯৯ সালে প্রকাশিত টার্কিশ উপন্যাসিক হালিদ জিয়া ওসাকলিগিলের জনপ্রিয় উপন্যাস আস্ক আই মেমনু অবলম্বনে নির্মিত টার্কিশ ধারাবাহিক লুকানো ভালোবাসা প্রচার হবে চ্যানেল আইতে। বিশ্বের ৭৩টি দেশে প্রচার হওয়া এই সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চ্যানেল আই প্রচার করতে যাচ্ছে। আজ থেকে প্রতি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাত ৮টায় সিরিয়ালটি প্রচার হবে। পর্বগুলো পুনঃপ্রচার হবে প্রতি মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে এবং প্রতি বৃহ¯পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে। এই সিরিয়ালে দেখা যাবে অসম প্রেম, পারিবারিক রাজনীতি-দ্ব›দ্ব ও ভালোবাসার চিত্র। এর মূলে রয়েছেন বিপতিœক ধনী আদনান জিয়াগিল। তিনি ইস্তাম্বুলে সাগরের তীরে তার প্রাসাদোপম বাড়িতে দুই সন্তান নিয়ে বাস করেন। মৃত ভাইয়ের ছেলে তরুণ বেহলুলও তাদের সঙ্গে থাকে। স্ত্রী মারা যাওয়ার পর বেশকিছু বছর একা কাটানোর মাঝখানে হঠাৎ একদিন আদনান সাহেব প্রেমে পড়েন বয়সে অনেক ছোট বিহতারের। কিন্তু মৃত মায়ের স্থানে আর কাউকে দেখতে একদম নারাজ মেয়ে নিহাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যানেল আইতে বিদেশি সিরিয়াল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ