Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পেল ‘দেসপাসিতো’ গায়ক লুইস ফন্সির নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওর দ্বিতীয় কোনটি জানেন? পুয়ের্তো রিকোর গায়ক লুইস ফন্সির ‘দেসপাসিতো’র মিউজিক ভিডিও এই স্থানের অধিকারী। এ পর্যন্ত এই গানটি ভিউ হয়েছে ৭৭০ কোটি বার এর আগে আছে শিশুতোষ গান ‘বেবি শার্ক ড্যান্স’ (১০০০ কোটি বার)। দীর্ঘ প্রতীক্ষার পর ফন্সির নতুন অ্যালবাম ‘লেই দে গ্রাভিদাদ’ মুক্তি পেয়েছে; যার অর্থ মাধ্যাকর্ষণের সূত্র। ‘আমি এই নামটি বেছে নিয়েছি কারণ এটি মানুষের সঙ্গে মানুষের আকর্ষণের শক্তির উপমা। দুই মানুষের মাঝে মিলনের মানে ভালবাসা, যা সবসময় গানের কেন্দ্র। এছাড়া আমার ভাই ক্যালি ই এল ক্যান্ডির সঙ্গে লেখা একটি গানেরও নাম,’ ফন্সি বলেন। ইউনিভার্সাল মিউজিক লাতিনো লেবেলে অ্যালবামটি মুক্তি পেয়েছে। ‘লেই দে গ্রাভিদাদ’ অ্যালবামে রয়েছে ভিন্ন ভিন্ন ধারার বিভিন্ন তাল ও লয়ের গান, রয়েছে ফিউশন। আমার এ ধরণের অনুসন্ধান ভাল লাগে তারপর তাতে আমার নিজের রুচির মিশ্রণ ঘটাই। আমি এখানে তালের আর প্রেমের গানের সমন্বয় করেছি, ফন্সি বলেন। অ্যালবামের ‘ডলচি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কার্লোস পেরেজ; এতে অংশ নিয়েছেন বিখ্যাত মডেল ও ফন্সির স্ত্রী আগেদা লোপেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেসপাসিতো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ