Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৯০’ দশকের জনপ্রিয় নায়ক শফিউর রহমান সানির ইন্তেকল

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৬:৩৩ পিএম | আপডেট : ৯:০২ পিএম, ২০ মার্চ, ২০২২

বাংলাদেশের চলচিত্র জগতের ৯০’র দশকের জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ শফিউর রহমান সানি (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার ভোর রাত তিনটার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। শফিউর রহমান সানি মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের ফজল হকের ছেলে। নবম জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৭ মির্জাপুর আসন থেকে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী হিসেবে গামছা প্রতিক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯০’র দশকে তিনি ববি ও নতিজা নামে দুটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ৮০’র দশকে তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করে সুনাম ও পরিচিত অর্জনের পাশাপাশি সফল হন। পরবর্তীতে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়ায় ‘বংশীনগর’ নামে একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেন। শফিউর রহমান সানির বড় ভাই তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান শরীফ জানান বেশ কিছু দিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। রোববার ভোর রাত তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। দুপুর বারোটার দিকে পাথরঘাটা গ্রামে জানাজা শেষে তাকে আগলাচালা কবরাস্থানে দাফন করা হয়। এদিকে নায়ক ও রাজনীতিবিদ শফিউর রহমান সানির মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাংসদ খান আহমেদ শুভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তোকল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ