Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও মার্কিন পুলিশের লোমহর্ষক সহিংসতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৬:০১ পিএম

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের একটি স্কুল প্রকাশিত নিরাপত্তা ভিডিওতে দেখা যায়, স্থানীয় একজন পুলিশ স্কুলের ক্যান্টিনে লাঞ্চের সময় প্রবেশ করে ১২ বছর বয়সী একটি মেয়েকে তার ঘাড়ে চড়ে বসে হাতকড়া পড়াচ্ছেন।

কেনোশা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শুক্রবার রিডাক্টেড ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায় যে, পুলিশ অফিসার শন গুয়েটশো গত ৪ মার্চ দুই শিশুর মধ্যে লড়াই থামানোর চেষ্টা করছেন, তার আগে তিনি শিশুটির সাথে ঝগড়া করেন এবং প্রায় দেড় মিনিট ধরে তার ঘাড়ে হাঁটু গেড়ে বসেন।

ক্লিপটিতে দুইজন ছাত্রীকে দেখা যায়। তারা লিংকন মিডল স্কুলের মধ্যাহ্নভোজন কক্ষে একে অপরকে ধাক্কা দিচ্ছে, গুয়েটশো এবং অন্য একজন স্টাফ তাদেরকে থামানোর আগে এবং ছাত্রীদেরকে আলাদা করে টেনে নিয়ে যাওয়ার সময় তারা হাতাহাতি করছিল৷

গুয়েটশো একজন কেনোশা অফিসার যিনি স্কুলে নিরাপত্তা অফিসার হিসেবে কাজ করতেন। তিনি মারামারি থামাতে মেয়েটির মাথা মেঝেতে ঠেলে দেন এবং তার ঘাড়ে হাঁটু চেপে ধরেন। পরে মেয়েটিকে হাতকড়া পরিয়ে তাকে ক্যাফেটেরিয়া থেকে বের করে নিয়ে যান।

মেয়েটির বাবা জেরেল পেরেজ গত বছর উইসকনসিন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ করা ঘাড় সংযম ব্যবহার করার জন্য গুয়েটশোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের আহ্বান জানিয়েছেন। পেরেজ বলেছিলেন যে, তার বিচলিত মেয়ে থেরাপিতে রয়েছে এবং তার আঘাতের জন্য একজন নিউরোলজিস্টকে দেখছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ