Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির শহীদ মিনারে অশালীন কার্যক্রম করায় আটক ৬

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১০:১৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ মিনারে টিকটক ভিডিও ও অশালীন কার্যক্রম করায় ৬ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। শনিবার (১৯ মার্চ) দুপুরে শহীদ মিনার চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যায় প্রক্টর দপ্তরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের।

আটককৃতরা হলেন,রাজ আহমেদ, শামীম রেজা, শাকিল, মলি খাতুন, সুমাইয়া সুলতানা, অর্পিতা, সজীব ইসলাম। এদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানা গেছে।

এব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অশালীন কার্যক্রম করছিল কিছু তরুণ তরুণী। এ খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে শহীদ মিনার বেদীতে জুতাপায়ে ওঠাসহ কিছু দৃষ্টিকটু ভঙ্গিতে ভিডিও করছিলো তারা। তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।

তিনি আরো বলেন, দুপুরে আটক করে তাদেরকে প্রক্টর অফিসে আনা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে৷ ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ