গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত দুই বছরের শিশু এনামুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো. নাছির উদ্দিন ও মো. মেহেদী হাসান। গত শুক্রবার রাতে রাজধানীর মুগদা এলাকা ও গাজীপুর জেলার টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, গত ১৫ মার্চ দক্ষিণখান থেকে বিল্লাল হোসেনের শিশুপুত্র এনামুল হাসান অপহৃত হয়। অপহৃত শিশুর মায়ের মোবাইল ফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে শিশু এনামুলকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা।
ওই ঘটনায় ১৭ মার্চ অপহৃত শিশুর বাবা দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার নেয় গোয়েন্দা উত্তরা বিভাগ।
তিনি বলেন, মামলা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার দুপুরে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে রাতে গাজীপুর জেলার টঙ্গী থানার বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করা হয়। নাছিরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মুগদা থানার কমলাপুর টিটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরেক অপহরণকারী মেহেদীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু এনামুলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশু এনামুলকে অপহরণ করে প্রথমে তুরাগ নদীর পাড়ে নিয়ে যান। সেখান থেকে তারা ভিকটিমের মার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে মেসেজ পাঠান। তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।