Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের নিষেধ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ

বাধা দেয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রূপগঞ্জে আদালতের আদেশ অমান্য করে এক ব্যবসায়ীর মালিকানাধীন জমি দখল করার উদ্দেশ্যে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করেছে সন্ত্রাসীরা। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা জমির মালিককে হত্যার হুমকি দিয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জুর আলম খান জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো এলাকার ব্যবসায়ী মঞ্জুর আলম খানের পৈতৃক সূত্রে মালিকানাধীন প্রায় ৪০ বছরের অধিককাল যাবৎ ভোগদখলীয় ৮৪ শতাংশ জমি একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু আরমান খান ও তার বাহিনীর সন্ত্রাসী ইখতিয়ার, সুরুজ খাঁ, মানজুর খাঁ, মুনসুর খাঁ, মোস্তাক খান, মাসুদ খানসহ কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এতে নিজের জমি রক্ষার্থে সম্প্রতি ব্যবসায়ী মঞ্জুর আলম খান নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে এবং নালিশকৃত জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে। গতকাল বুধবার সকালে আদালতের আদেশ অমান্য করে ওই সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী মঞ্জুর আলম খানের মালিকানাধীন জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ী মঞ্জুর আলম খানকে ‘বাড়াবাড়ি করলে কল্লা ফেলে দেবো’ বলে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আরমান খানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিরীহদের জমি জোরপূর্বক দখল করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
ওয়ারেন্টভুক্ত ১১ আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বাবুর বাড়িরটেক, পুরাবটেক, বরপা, চনপাড়া, বড়ভিটা, সুলপিনা, সাওঘাট, মাসুমাবাদ, নোয়াপাড়া, তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ বাবুর বাড়িরটেক এলাকা মৃত ইউসুফ মিয়ার ছেলে মনির হোসেন, পুরাবটেক এলাকার কাদির মিয়ার ছেলে টুটুল, বরপা এলাকার আজিজ মিয়ার ছেলে মোক্তার হোসেন, চনপাড়া পুনর্বাসন এলাকার নুরুল ইসলামের ছেলে কামাল, কালাচান মিয়ার ছেলে মোহাম্মদ আলী, বড়ভিটা এলাকার আরেজ আলীর ছেলে রমজান আলী, সুলপিনা এলাকার মিজানুর রহমানের ছেলে মনির হোসেন, সাওঘাট এলাকার তোফাজ্জল ভুইয়ার ছেলে স্বপন ভুইয়া, মাসুমাবাদ এলাকার মকবুল হোসেনের ছেলে আরব আলী, নোয়াপাড়া এলাকার রহিম মিয়ার ছেলে জহিরুল ইসলাম, তারাব এলাকার সুরুজ মিয়ার ছেলে নুরে আলম। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতের নিষেধ অমান্য করে জমি দখল চেষ্টার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ